তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন আহমেদ
তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ প্রয়োজন, তা এখনও তৈরি হয়নি। । যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে শিগগিরই সেই পরিবেশ তৈরি হবে এবং তিনি দেশে ফিরবেন।
রবিবার (৫ জানুয়ারি) বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আশা করেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন।
এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধানকে কবর দেওয়া সম্ভব নয়। তবে সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন বিলম্বের যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দ্রুত নির্বাচন আয়োজন জরুরি। পাশাপাশি নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে সেটা যেন কোনো “কিংস পার্টি” না হয়। তাদের সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে।’