তুরস্কে আগামী ২৪ জুন প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন

ডেস্ক রিপোর্টঃ
তুরস্কে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ২৪ জুন প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার এক টেলিভিশন ভাষণে নির্বাচনের ঘোষণা দেন তিনি। নির্বাচনের পুরানো রীতি ভাঙতেই এরদোয়ান নির্বাচন এগিয়ে আনছেন বলে জানিয়েছেন।
২০১৯ সালের নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই নির্বাচনের ঘোষণা দিলেন এরদোয়ান। এই নির্বাচনে জয়ী হলে তিনি আগামী ৫ বছর ক্ষমতায় থাকবেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে দেশটিতে ক্ষমতায় আছেন এরদোয়ান।-বিবিসি।