মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০২৪
news-image

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। অভিযানে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

অভিযানে, মেসার্স এস কে ফিলিং স্টেশন, পদুয়াবাজার বিশ্বরোড, কুমিল্লা নামক প্রতিষ্ঠানে প্রতি ১০ লিটারে ৬০ মিলি তেল কম দেওয়ার অভিযোগে তাদের একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুসারে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনেও প্রতি ১০ লিটারে ৪০ মিলি তেল কম দেওয়া ধরা পড়ে, যার ফলে তাদের একটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই, কুমিল্লা অফিসের উপপরিচালক (সিএম) কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ উদ্দিন প্রিয় এবং মো. হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন