শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষ কেনাবেচার হাট কুমিল্লার কান্দিরপাড়

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। কারো বয়স ১৪, কারো ২০ কারো বা ৪০ এর অধিক। শুরু হবে কেনা-বেচা, তাই এই দীর্ঘ লাইন। এটি কোনো অবিশ্বাস্য বিষয় নয়, একটি স্বাভাবিক ব্যাপার। এভাবেই কুমিল্লা কান্দিরপাড় শ্রম কেনা-বেচা হয়ে থাকে। কৃষি ও গৃহস্থালি কাজে শ্রমিক সংকট থাকায় এ প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের শ্রম কেনা-বেচা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা কান্দিরপাড় টাউনহল এলাকায় বসে এই শ্রম কেনা-বেচার হাট। প্রত্যেকদিন ভোরে শ্রমিকদের টাউনহল উপস্থিত হতে হয়। সেখান থেকে কাজের প্রয়োজনে ক্রেতারা দরদাম ঠিক করে কাজের জন্য তাদের কিনে নিয়ে যান। স্থানীয় ভাষায়, এ প্রক্রিয়াকে মানুষ কেনা-বেচার হাট বলা হয়। তথ্যানুসন্ধ্যানে জানা যায়, বসতবাড়ি ও কৃষিকাজের জন্য দিনমজুর ও শ্রমিক সংকট যেন বেশিরভাগ সময়ই লেগে থাকে। বাড়ি বাড়ি গিয়েও শ্রমিক খুঁজে পাওয়া যায়না। খোঁজ খবর করেও কাজে নেওয়ার জন্য শ্রমিক কিংবা দিনমজুরকে পাওয়া অনেকটা দুষ্কর হয়ে পড়ে। কারণ সবাই একস্থান থেকে অন্যস্থানে কাজে জড়িয়ে পড়েন, কেউ বা কাজের সন্ধ্যানে অন্যত্র চলে যান। এ সমস্যা থেকে উত্তরণের জন্য শ্রমিক ও গৃহকর্তারা সমঝোতা করে শ্রমিকদের এখানে আসে। এতে একদিকে যেমন শ্রমিকদের বেকার থাকার অনিশ্চিয়তা নেই অন্যদিকে গৃহস্থরাও সহজেই পেয়ে যান শ্রমিক। শ্রম কেনা-বেচার এই হাটে শুধু স্থানীয় শ্রমিকই নন, লাকসাম, বিশ্বরোড বিভিন্ন এলাকার শ্রমিকরা আসেন। শ্রম কেনা-বেচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে শ্রমিকরা জানান, গৃহস্থরা দর নির্ধারণ করে তাদের এলাকায়।

শ্রম বিক্রি করতে আসা শ্রমিক সাইফুল ও করিম উদ্দিন জানান, নিজ নিজ এলাকায় কাজ না থাকলে অভাবী মানুষ কাজের খোঁজে কান্দিরপাড় আসেন। যারা লোক লজ্জার ভয়ে নিজ নিজ এলাকায় শ্রম দিতে চাননা তারা অভাবের তাড়নায় এক এলাকা থেকে অন্য এলাকার হাটে গিয়ে হাজির হন।

আর পড়তে পারেন