দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত
দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আতঙ্ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দু’পাশে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্রযানজট সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এসব ঘটনা।
জানা যায়, আজ মঙ্গলবার(১০ডিসেম্বর) জসীম উদ্দীন কলেজে যাবে এমন খবর ছড়িয়ে পরলে কিছু শিক্ষার্থীরা তাকে বরণ করে নিতে উপস্থিত হয় ক্যাম্পাসে। এদিকে এই খবর ছড়িয়ে পরলে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষনা দিয়ে স্থানীয় কয়েকজন যুবক লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। একপর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন, সাজ্জাদ, দ্বিপ, ফয়সাল, মৃদুল, কামরান, সিয়াম, রিমন, তানভীর, ফয়সাল, জিসান, হামিদা, সাদিয়া, মনিকা, দিয়া, ইসরাত জাহানসহ আরো কয়কজন।
এই ঘটনায় দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস স্টেশনে এসে ঝড়ো হয়। শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এসময় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমূখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘন্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা দাউদকান্দি মডেল থানার সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে ঝড়ো হয়।
শিক্ষার্থী সাজ্জাদ, ইয়ামিন, জিসান বলেন, আমাদের প্রিন্সিপাল স্যার কলেজে আসবে সেজন্যে আমরা কলেজে যাই। কলেজে পৌছার আগেই রুহুল আমিনের লোকজন ও ভাপ্রাপ্ত প্রিন্সিপালসহ আরো কয়েজন মিলে আমাদের উপর হামলা করে। আমাদের ১৫/২০জন সহপাঠী আহত হয়েছে।
কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, ৫আগষ্টের পর থেকে আমি ছুটিতে ছিলাম, আজ কলেজে যাওয়ার খবরে শিক্ষার্থীরা আমাকে বরণ করতে আসলে স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনের ভাইসহ সন্ত্রাসীর শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আমি এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং যুবদল নেতা রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শুনেছি। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।