দাউদকান্দিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজমালুর রহমান নিপুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা বিএনপি।
চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম রবিবার (৩০ মার্চ) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজমালুর রহমান নিপুনে বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ এবং গঠন বিরোধী কাজে জড়িত থাকায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর জিংলাতুলি ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটিতে মোঃ আলাউদ্দিন সরকারকে আহবায়ক এবং আজমালুর রহমান নিপুনকে সদস্য সচিব করা হয়েছিল।