দাউদকান্দিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা
জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
দাউদকান্দিতে চালক ও হেলপারদের সচেতনতা বৃদ্ধি ও তাদেরকে দক্ষ গড়ে তোলার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে গৌরীপুর হাসপাতাল মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার পরিতোষ ঘোষ।
গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতির সহযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ শাহজালাল, সাধারণ সম্পাদক মোসাঃ শেলিনা আক্তার, গৌরীপুর ট্রাক মালিক সমিতির সভাপতি হারুর অর রশিদ প্রমূখ।