দাউদকান্দিতে ড. মোশাররফ ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। দাউদকান্দি শহীদ রিফাত শিশু পার্কে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই সেবা কার্যক্রম, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
সকাল থেকেই বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেছেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষূধ দেওয়া হয়। এছাড়া দাউদকান্দিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষাসহ ব্ল্যাডগ্রুপিংয়ের সুবিধা পান আগত রোগীরা। এ মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচিতে মেডিসিন, হৃদরোগ, ইএনটি, বক্ষব্যাধি, চক্ষু, গাইনী, অর্থোপেডিক, শিশু রোগসহ বিভিন্ন রোগের মোট ৪০ জনের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডেঙ্গু , ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ করা হয়।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। ফ্রি সেবা নিতে এসেছেন চাষী গ্রামের ইসমতআরা(৫৫)। তিনি বলেন, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলো।
চিকিৎসাসেবা নিতে আসা সবজি কান্দি গ্রামের সেলিনা আক্তার(৪০) নামে এক নারী বলেন, কয়েক দিন থেকে জ্বর সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখালাম, ফ্রি ডেঙ্গু পরীক্ষা করে আবার ফ্রি ঔষুধও পেলাম। ডা. মোশাররফ হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সদস্য সচিব খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দির হতদরিদ্র, মধ্যম আয়ের সাধারণ মানুষ আছেন যারা টাকার অভাবে ঢাকার ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপি এখানে বিনামূল্য্রে চিকিৎসা সেবা, বিনামূল্যে রোগনির্নয়ের পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে।