শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৯, ২০২৪
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানে রবিবার (৯ জুন ) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম ।

এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা খোরশিদ আলম, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী। এছাড়া সকল ইউনিয়নের ভূমি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মদক্ষতার ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)’ হয়েছেন দাউদকান্দি সহকারী কমিশনার(ভূমি) মো: জিয়াউর রহমান।

আর পড়তে পারেন