দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ইতালি প্রবাসীর মৃত্যু

দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ইতালি প্রবাসীর মৃত্যু
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে চারটায় মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উদ্দিন (১৮) দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে।
অপরজন পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। তারা দুজনে বন্ধু। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, সেতুর উপরে চট্টগ্রামগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। দুজনই ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার কারণ জানাযায়নি।