শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে গুলিবিদ্ধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০২৫
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ১৪ জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ৭থেকে ৮জন।

আজ মঙ্গলবার দাউদকান্দি মডেল থানায় গুলিবিদ্ধ ইসমাইল ও ইব্রাহির পিতা লনি মিয়া বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে উপজেলার ওলানপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে ফয়সাল (২৮), ফরহাদ (৩০), পারভেজ (২৬), হাটচান্দিনা গ্রামের ফজর আলীর ছেলে মানিক সরকার (৩৫), ওলানপাড়া গ্রামের মোঃ হারুন ভেন্ডার, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে তামিম হোসেনসহ ১৪ জনকে আসামী করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, মৎস্য প্রকল্প নিয়ে গুলিবিদ্ধের ঘটনায় ১৪জনকে আসামী করে মামলা হয়েছে। ঘটনার দিন গ্রেপ্তার এজাহারনামীয় তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ, গতকাল সোমবার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধসহ চার আহত হয়েছেন।

আর পড়তে পারেন