শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা মনির গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০২৫
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনির হোসেন(৪৯) সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের উকিল বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় মনির হোসেনর দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেট থেকে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, সোমবার গভীর রাতে যৌথবাহিনী ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন