শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০২৪
news-image

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চলন্ত ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ সাকিব (১৯) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার জিংলাতলী গোডাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক ধর্মপুর এলাকার মো. বেলাল মিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহিনূল ইসলাম বলেন, ঢাকাগামী একটি মালবোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বুঝাইকৃত চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেল্পার মোঃ সাকিব ঘটনাস্থলে মারা যায়। এতে চালকসহ দুইজন আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলছে।

আর পড়তে পারেন