সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৯, ২০২৪
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলে আয়োজনে সোমবার বিকাল ৫টায় উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা করা হয়।

এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক আবুল হাসেম।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।

পরে বর্ণাঢ্য র‌্যালি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সর্বস্থরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আর পড়তে পারেন