দাউদকান্দিতে ২০ লাখ টাকার পুকুর উন্নয়ন প্রকল্পের ঘাটলা নির্মাণ, নির্মাণের সময়ই ভেঙ্গে পড়লো ঘাটলা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার দাউদকান্দিতে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ঘাটলা ভেঙে পড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে গিয়ে এমনটা ঘটেছে। তবে ঘাটলাটি পুনরায় ঢালাই করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আইপিসিপি প্রজেক্টের আওতায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে একটি ঘাটলা নির্মাণকাজ শুরু করে এলজিইডি। মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে কাজটি শুরু করেন। সোমবার(৩০জুন) ঘাটলার স্লাব এবং সিড়ির ধাপ ঢালই করার সময় সেন্টারিং সরে মাঝখানে দেবে ধ্বসে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিন্মমানের সামগ্রী দিয়ে ঘাটলাটি নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে। কাজের শুরু থেকেই তদারকির অনেক অভাব ছিল।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শাকের উল্লাহ বলেন, কাজটি শুরু করার দিন ইঞ্জিনিয়ার অফিসের লোক আসছিল। এরপর আর কেই আসেনি। ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কেউ আমাদেও কিছু জানায়না বা একাজের কোন কাগজপত্রও আমাদেরকে দেয়নি। আমরা জানিনা কত টাকা ব্যয়ে কাজটি হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাসেল আহম্দে মজুমদার এর স্বতাধিকারী মোঃ রাসেল আহমেদ বলেন, ঈদের আগে সাটারিং করা ছিল, মিস্ত্রি চেক না করে ঢালাই করাতে ভেঙ্গে পড়েছে। কাজটি পুনরায় আবার করা হবে।
এলজিইডির দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, প্রায় ২০ লাখ টাকার পুকুর উন্নয়ন প্রকল্পের ঘাটলা নির্মাণ কাজটি রটে কিছু ত্রুটি আছে বলে আমার সাইট ইঞ্জিনিয়ার(উপসহকারী প্রকৌশলী) দেখে আমাকে জানাইছে। ড্রয়িং অনুযায়ী রট বাইন্ডিং করেনি। এগুলো ঠিকাদারকে জানানো হয়েছে যে ঠিকমতো রট বাইন্ডিং করে আমাদের কাছ থেকে ঢালাই করার দিন তারিখ নিয়ে যাবে। কিন্তু আজকে ঢালাই করতে গিয়ে ভেঙ্গে পড়েছে শুনে এই কর্মকর্তা চমকে উঠে বলেন, কি বলেন, ঢালাই করে ফেলেছে আমরা জানি না, আবার ভেঙ্গেও পড়েছে! আমাদেও ফাকি দিতে গিয়ে ঠিকাদার নিজেই বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে। এখনতো সে আবার সিডিউল মোতাবেক কাজটি করে দিতে হবে। তবে অবশ্যই আমাদের তদারকি আরো বাড়ানোর দরকার ছিলো।