দাউদকান্দির গৌরীপুর স্পোর্টিং ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে এবার গৌরীপুর এস এ হাইস্কুল আজিজিয়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জব্বার ডাক্তার স্মরণে গৌরীপুর স্পোর্টিং ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
১ ফেব্রুয়ারি শনিবার ক্লাব মিলনায়তনে ট্রফি উন্মোচন ও ফিকচার ড্র এবং টিম অন্তর্ভুক্ত কর্মকর্তাদের মাঝে টি সার্ট প্রদান করা হয়।
গৌরীপুর স্পোটিং ক্লাবের সভাপতি গাজী মাজারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার।
ক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান হেলেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বাসুদেব ঘোষ, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া সরকার, ওমর ফারুক মিয়াজী, জাতীয় ফুটবলার হুমায়ুন কবির, সাবেক কৃতি খেলোয়াড় মোঃ আলাউদ্দিন মোল্লা,দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম (টাইগার) সহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও ক্লাবের সদস্যবৃন্ধ।
আগামী ৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে চান্দিনা ও গৌরীপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হবে বলে ক্লাবের সভাপতি নিশ্চিত করেন।