দাউদকান্দির মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
দাউদকান্দিতে শোক পালনের নামে নৈরাজ্য করতে দেয়া হবে না। সে জন্য উপজেলার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশের ন্যায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়া কোথাও নেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দাউদকান্দি উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করেছেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়।
দাউদকান্দি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়, গৌরীপুর বাসস্ট্যান্ড, বাজার, ইলিয়টগঞ্জ, সুন্দলপুর, মোহাম্মদপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা আবুল হাসেম, আলহাজ্ব জসিম উদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন, বিএনপি নেতা এম এ সাত্তার, পৌর বিএনপি’র সদস্য সচিব কাউছার আলম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশারফ হাজারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার,সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার,উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার,মহিলা দলের নেত্রী অ্যাড.ফরিদা ইয়াসমিন ডলি,আইরিন সরকার,শিল্পী আক্তার,রেবেকা সুলতানা প্রমুখ।
পরে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ৫আগষ্ট ভাংচুর ও লুটপাট হওয়া গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রটি পরিদর্শন করেন।
এদিকে ১৫ আগষ্টের ছুটি বাদ করার সরকারি প্রজ্ঞাপণ জারি হওয়ায় উপজেলার সবকটি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চলেছে।