দাউদকান্দি পৌরসভায় অনলাইন সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
নাগরিক সেবায় দুর্ভোগ লাগবে এবং গতিশীলতা আনয়নের জন্য বিভিন্ন প্রকার সনদ অনলাইনে প্রদানের একটি প্লাটফর্মের আজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দাউদকান্দি পৌরসভার এই সেবার প্লাটফর্ম উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার, দাউদকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, পৌর প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, পৌরসভার কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা।
দাউদকান্দি পৌরসভা থেকে বিতরনকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তা সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রকারের সনদ এতোদিন অফলাইনে বিতরন করা হতো। ফলে অনলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল দাউদকান্দি পৌরসভার নাগরিকরা । নতুন এই সেবা ব্যবস্থার মাধ্যমে যাবতীয় সনদ অনলাইনে ভেরিফিকেশন সম্ভব হবে।
সনদ বিতরন অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের হাত থেকে এসময় উপকারভোগীগণ সনদ গ্রহণ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ এসময় নাগরিক সেবা ত্বরান্বিত করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি জানান প্রাথমিকভাবে নাগরিক সনদে কিউআর কোড সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সেবাসমূহও এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এই সেবার মাধ্যমে সনদ জালিয়াতি রোধ ও স্বচ্ছতা আনয়ন সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।