দাবি আদায়ে রাজপথ নয়, খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার
দাবি আদায়ে রাজপথ নয়, খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার
সম্প্রতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছে— এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অনেকেই মনে করেন রাজপথ দখল করলে তাদের দাবি পূরণ হবে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড কোনো সমাধান নয়।
বুধবার (৮ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্রাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, রাজপথ দখলের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিশেষ করে মিরপুর, বিমানবন্দর এবং রামপুরা রুটে এই ধরনের পরিস্থিতি বেশি দেখা যায়।
তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, দাবি আদায়ের জন্য রাজপথ ব্যবহার না করে খোলা মাঠ বা নির্ধারিত সভাস্থল বেছে নিতে হবে।
কমিশনার আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর পুলিশের কার্যক্রম কিছুটা ধীর হয়ে পড়েছিল। তবে সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। গত ১৫ বছরে পুলিশের আচরণে কিছু পরিবর্তন এসেছে, তবে এখনো অনেক উন্নতির প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, ৪০ হাজার পুলিশের আচরণ একসঙ্গে বদলে ফেলা সম্ভব নয়। তাদের প্রশিক্ষণ প্রয়োজন।
ছিনতাই প্রতিরোধে ডিএমপি কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।