দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: ভারতের পররাষ্ট্র সচিব
দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: ভারতের পররাষ্ট্র সচিব
বাংলাদেশ ও ভারতের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনায় হামলার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করছে ভারত।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুরু হয় সচিব পর্যায়ের এই বৈঠক। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বেলা সোয়া ১১টায় বৈঠকটি শুরু হয়।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
এর আগে সোমবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। এটি ছিল তার প্রথম বাংলাদেশ সফর।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছিলেন, “আমরা আশা করি, এই বৈঠক ফলপ্রসূ হবে। সমস্যার সমাধানে প্রথমে সমস্যাটি স্বীকার করতে হবে। আমাদের মানতে হবে যে ৫ আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন ঘটেছে। এটি স্বীকার করেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।”
বিক্রম মিশ্রি এদিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠক শেষে রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পতাকা পোড়ানোর ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল ঢাকা। এর মধ্যেই ভারতীয় পররাষ্ট্র সচিবের এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে আশ্রয়ের সময় এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর এটি ভারতের কোনো উচ্চপদস্থ কূটনীতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা সফর।