শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আইরিন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০২৪
news-image

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আইরিন

ডেস্ক রিপোর্ট:

প্রায় দুই বছর পর ‘দুনিয়া’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘কাগজ’। তারপর থেকে তাকে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি।

আইরিনের অভিনীত নতুন সিনেমা ‘দুনিয়া’টি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এর আগে সাইফ চন্দনের পরিচালনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন আইরিন।

সিনেমাটির প্রথম নাম ছিল ‘টার্গেট’, কিন্তু পরে এটি পরিবর্তন করে ‘দুনিয়া’ রাখা হয়েছে।

ছবি মুক্তির ব্যাপারে আইরিন বলেন, ‘আমি এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একটি চরিত্র আধুনিক, শহুরে, আরেকটি চরিত্র মফস্বলের একটি মেয়ে। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

এই দুই বছরে আইরিনকে সিনেমার পর্দায় নিয়মিত দেখা না গেলেও, তিনি চাকরি নিয়েছিলেন, তবে বছরখানেক আগে তা ছেড়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ব্লগিংও করছেন।

‘দুনিয়া’ সিনেমায় আইরিনের সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নিরব এবং অমৃতা।

আর পড়তে পারেন