শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০২৪
news-image

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছাত্র জনতা।

সোমবার তাকে অপসরণের দাবিতে ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের মূল প্রটকের সামনে এ সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করেন তারা।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের অভিভাবক সদস্য পেয়ার আলমের পক্ষে রাশেদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ১২ লাখ টাকা উৎকোচের বিনিময়ে ৩০ জুন ২০১৬ সালে প্রধান শিক্ষকের পদে নিয়োগ পান বেলাল হোসেন। তারপর থেকে ওই টাকা উঠানোর জন্য নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। প্রধান শিক্ষক বেলাল হোসেন ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা ও সার্টিফিকেট বাবদ ২০০ টাকা করে আদায় করেন। যার কোন টাকায় তিনি স্কুলে জমা দেননি। ভুয়া ভাউচার তৈরি করে সেই টাকা নিজেই ভোগ করেন। ২০২১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের জন্য ১ লাখ ২ হাজার ৯০০ টাকা আসে। ওই টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেন। ২০২৪ সালের পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত হারে ফরম ফিলাপের টাকা আদায় করেন। এ কাটার কোনো রশিদ কাটা হয়নি। আয়াপদে স্বপ্না রানী দাসকে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেন। অথচ তার অষ্টম শ্রেণীর পাশের দুটি বিদ্যালয়ের দুটি সার্টিফিকেট রয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতার টাকাও আত্মসাৎ করেন তিনি। নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ এনে বেলাল হোসেনকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসরণের দাবিতে গত বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করে তাকে অবরোধ করে রাখে ছাত্র জনতা। পরে প্রধান শিক্ষক বেলালের ইশারায় সহকারী শিক্ষক দিদারের ওপর হামলার মিথ্যা একটি নাটক সাজায়। যা বিদ্যালয় সিসি ক্যামেরায় প্রমাণ করে। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে এই প্রধান শিক্ষক কে তার দায়িত্ব থেকে অপসারণ এর দাবী জানান তারা।

এ সয়ম উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পেয়ার আলম, আবু বক্কর সিদ্দিক মিয়াজী, ফাতেমা, জনতা কবির আহম্মদ ভূইয়া, বেলাল হোসেন ও রাশেদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য- প্রধান শিক্ষক বেল্লাল হোসেনের পদে থেকে দাবিতে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে মানববন্ধন, উপজেলা নির্বাহী অফিসার নিকট লিখিত অভিযোগ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।

এ বিষয়ে প্রধান শিক্ষক বেল্লাল হোসেন বলেন, তারা আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে যে সত্যতা পায় তা আমি মেনে নিবো। তবে কখনো দুর্নীতি করিনি। ম্যানেজিং কমিটির কিছু সদস্য ও বহিরাগত কিছু দুষ্কৃতিকারী আজকে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, শিক্ষার পরিবেশ নিয়ে দুটি অভিযোগ পাই। ইতিমধ্যে আমরা একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি অভিযোগগুলো সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বাহির করা। যা আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করে শিক্ষার সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করব।

আর পড়তে পারেন