শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাইয়ে ৫টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০২১
news-image

 

মোস্তফা কামাল মজুমদার :
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমাই উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা পর থেকেই আলোচনার মধ্যে রয়েছে বেলঘর উত্তর ইউনিয়ন ও পেরুল দক্ষিণ ইউনিয়ন। উপজেলার ৫টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের মধ্যে কেউ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পান নি। পেরুল দক্ষিণ ইউনিয়নে প্রথমে নৌকা প্রতীক পান উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম বেলু পরে তা পরিবর্তন করে আওয়ামী লীগ নেতা খন্দকার সাইফুল্লাহকে নৌকা প্রতীক দেওয়া হয়।

৯ই ডিসেম্বর বৃহস্পতিবার লালমাই উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ভূলইন উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুর রহিম,উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রুহুল আমিন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ আবদুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন,তানভির আহম্মদ সহ মেম্বার পদে ৩৬ জন,সংরক্ষিত নারী মেম্বার পদে ৮ জন।

ভূলইন দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ একরামুল হক, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ তৈয়ব আলী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক হারুন আর রশিদ, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান মজুমদার লিটন,মোঃ আবদুল করিম মজুমদার,মোঃ নূরুল আমিন,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আবদুল্লাহ,মোঃ শাহজাহান, মোঃ আমির হোসেন সহ মেম্বার পদে ৩৯ জন, সংরক্ষিত নারী মেম্বার পদে ৭ জন।

বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল মালেক,সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার,কবির আহম্মদ সহ মেম্বার পদে ৩৬ জন ও মহিলা সংরক্ষিত নারী মেম্বার পদে ৬ জন মনোনয়ন ফরম দাখিল করেন।

বেলঘর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী লেয়াকত হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান মনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কাশেম,সহ-সভাপতি রফিকুল ইসলাম মেম্বার,আবদুর রহমান সহ মেম্বার পদে ৩৬ জন, সংরক্ষিত নারী মেম্বার পদে ১১জন মনোনয়ন ফরম দাখিল করেন।

পেরুল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ নেতা খন্দকার সাইফুল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম বেলু, মোঃ নাছির উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম,কবির হোসেন,মোঃ নূরউদ্দিন, মোঃ আবদুল জলিল,মোঃ মোস্তফা, শাহাব উদ্দিন,মোঃ জাফর ইকবাল, হাফেজ সহ মেম্বার পদে ৪৬ জন,সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭ জন।

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন,উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

উপজেলা নির্বাচন কমিশন অফিসার (অতিরিক্ত) মোঃ আলতাফ হোসেন এর নিকট ভূলইন উত্তর ইউনিয়ন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন ও পেরুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থীগন মনোনয়ন ফরম দাখিল করেন।

উপজেলা কৃষি অফিসার ও নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ জোনায়েদ কবির খান এর নিকট বেলঘর উত্তর ইউনিয়ন ও বেলঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থীগন মনোনয়ন ফরম দাখিল করেন।

আর পড়তে পারেন