দূর্ঘটনা- মোঃ আরিফ হোসেন
আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮

মাতাল হয়ে গাড়ি চালায়
চালকেরা যখন,
রাস্তা-ঘাটে ঘটে বেশি
দূর্ঘটনা তখন ।
দিনে-রাতে বাংলাদেশে
হচ্ছে কত এমন,
ছাত্রদেরকে গাড়ি চাপা
মেরে দিলো যেমন ।
নদীতেও ফেলো দিলো
দূর্ঘটনার পরে,
অবশেষে মারা গেলো
আহাজারি করে ।
বাবা-মায়ে কাঁদে বসে!
কাঁদে সকল সাথী!
অমানবিক দৃশ্য দেখে
ব্যথিত এই জাতি!