সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারের এলাহাবাদে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০১৯
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নের ৪ ও ৫ ওয়ার্ড আওয়ামীলীগ এর সম্মেলন বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য মো. নুরুল আমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্যে রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভ‚ইয়া, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম চেয়ারম্যান, এডভোকেট ড. এ কে এম ফারুক, আওয়ামীলীগ নেতা মো. অহিদুর রহমান, মো. শাহজাহান সরকার, মো. আবদুল রাজ্জাক, মো. আলী হোসেন, মো. সফিকুর রহমানসহ আরো অনেকে।

আলোচনার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ করতে গিয়ে যারা ত্যাগ দিয়েছেন তাদেরকে মুল্যায়ন করতে হবে। আওয়ামীলীগ দলের জন্য যারা নিবেদিত প্রাণ তাদেরকে দলে সংযুক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা নির্দেশে তৃনমূল থেকে যাচাই বাছাই করে কমিটি গঠন করা জন্য দিক নির্দেশনা তুলে ধরেন।

আর পড়তে পারেন