দেবিদ্বারে এমপির উদ্যোগে ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার:
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭- তম শাহাদাত বার্ষিকীতে কুমিল্লার দেবিদ্বারে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে প্রায় ১০ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এর আগে এমপি রাজী মোহাম্মদ ফখরুল অসুস্থ্য শরীর নিয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। পরে দুপুরে নিজ হাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি রাজী মোহাম্মদ ফখরুল। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার, দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কমল কৃষ্ণ ধর প্রমুখ।