দেবিদ্বারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ৫ সন্তানের জননী হাজেরা বেগম (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৯ মার্চ) ভোররাতে জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত হাজেরা বেগম জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ির পোলট্রি ফার্মের ব্যবসায়ী শাহ আলমের স্ত্রী।
স্থানীয় সূত্র জানান, শনিবার দিবাগত রাতে ওই নারী বাড়িতে একাই ছিলেন। রোববার সকালে লোকজন ঘরের বাইরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেয়।
নিহতে’র ভাই আঃ জব্বার জানান, আমরা খবর পেয়ে এসে দেখেছি যে আমার বোন এভাবে পরে রয়েছে,আমার বোনের লাশ দেখে ধারনা করা হচ্ছে যে তাকে কেউ শ^াসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
দেবিদ্বার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে নিহতের স্বামীসহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো ঘটনার মোটিভ জানা যায়নি।