বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদরের ভুবনঘর আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ে “কিশোর কিশোরীর জন্য স্বাস্থ্য বার্তা” করণীয় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ে “কিশোর কিশোরীর জন্য স্বাস্থ্য বার্তা” বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন কর্মসূচীর অধীন ২০১৮-১৯ অর্থ বছরে “লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন” কার্যক্রমের আওতায় ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের সহযোগিতায় ভুবনঘর আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুবনঘর আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারি শিক্ষক মমতাজ বেগম , সহকারি শিক্ষক কুলসুম আক্তার, সহকারি শিক্ষক ইকবাল হোসেন, সহকারি শিক্ষক পারভেজ আহমেদ, সহকারি শিক্ষক মাও. জাহের আহমেদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার শাহ ইমরান ও মহিউদ্দিন ভূইয়া।

ওরিয়েন্টেশন সভার শুরুতে “কিশোর কিশোরীদের জন্য স্বাস্থ্য বার্তা ”করণীয় লিফলেট ও ফ্লিপচার্ট ভুবনঘর আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের হাতে তুলে দেন ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু।

আর পড়তে পারেন