দেবিদ্বারে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. জামাল উদ্দিন দুলাল:
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক ও কুমিল্লা সিলেট মহা-সড়কের একাংশ প্রদিক্ষন শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪( দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন, যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ সদস্য লুৎফুর রহমান বাবুল, মোঃ আবুল খায়ের, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম শামীম, সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, দেবিদ্বার পৌর যুবলীগ সভাপতি মো. সুমন, সাধারন সম্পাদক মো. ওয়াহেদ সরকার, নেতা মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন ফকির। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মোঃ হোসাইন আহমেদ, সয়ন দাস, পৌর ছাত্রলীগ আহবায়ক আমিনুল ইসলাম সুমন, দেবিদ্বার সুজাত আলি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. বিল্লাল হোসেন প্রমূখ।
এদিকে র্যালি শেষে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।