শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে জাতীয় যুবসংহতি পার্টি’র কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০১৮
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার:

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ও পৌরসভার জাতীয় যুব সংহতিপার্টি’র আয়োজনে বুধবার দুপুরে উপজেলা দর্লীয় কার্যালয়ে কর্মীসভা ও পরে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা জাতীয় যুবসংহতির পার্টির আহবায়ক মো. সেলিম মিয়া’র সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির পার্টির সদস্য সচিব মো. জাকির হোসেন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও দেবিদ্বার পৌর জাতীয় পার্টির সভাপতি মো. মোসলেহ উদ্দিন মোল্লা, কেন্দ্রিয় যুবসংহতির পার্টির সদস্য মো. আবুল কালাম আজাদ, দেবিদ্বার পৌর জাতীয় যুবসংহতির পার্টির আহবায়ক মো. মোশারফ হোসেন, জাতীয় যুবসংহতির পার্টির সুবিল ইউপি আহবায়ক মো. মফিজুল ইসলাম মাষ্টার,এলাহাবাদ ইউপি জাতীয় যুব সংহতির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব মো. ছফিউল্লাহ, গুনাইঘর দক্ষিন ইউপি আহবায়ক ডা. মো.এরশাদ সরকার, সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন, জাফরগঞ্জ ইউপি আহবায়ক মো. নাজমুল হাসান খান, রসূলপুর ইউপি আহবায়ক মো. জামাল উদ্দিন, গুনাইঘর উত্তর ইউপি সদস্য সচিব মো. রুবেল আহম্মেদ, দেবিদ্বার পৌর জাতীয় যুবসংহতির যুগ্ন আহবায়ক মো. জহিরুল ইসলাম, যুগল সূত্র ধর, মো. শাহআলম, মো. কবির হোসেন, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, উপজেলা জাতীয় ছাত্রসমাজ আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় ছাত্রসমাজ নেতা মোঃ ইমন, মো. ইমরান সরকার প্রমূখ। এদিকে উপস্থিত বক্তরা বক্ত্যবে বলেন, আগামী দিনে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু’র সমর্থনে দলকে সু-সংগঠিত করতে হবে।

সকলকে এক হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, এরশাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে, সে সকল মামলা প্রত্যাহার করার জন্য আহব্বান করেন।

আর পড়তে পারেন