দেবিদ্বারে দৈনিক যায়যায় দিন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার :
দৈনিক যায়যায় দিন পত্রিকার ১২বছর পূর্তি এবং ১৩বছরে পদাপর্ণ করায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা’র দৈনিক যায়যায় দিন প্রত্রিকার দেবিদ্বার প্রতিনিধি ও ফ্রেন্ডস’ ফোরাম’র উদ্দ্যোগে বুধবার সকাল ১১টায় একটি আনন্দ র্যালী বের হয়ে র্যালীটি উপজেলার বিভিন্ন পদ পদিক্ষন করেন।
যায়যায় দিন’র দেবিদ্বার প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন দুলাল এর নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ মো. ময়নাল হোসেন, জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজ’র অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আল আলামিন, দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র পরিচালক মো. মিজানুর রহমান, চানপুর গঙ্গামন্ডল কলেজ’র ইংরেজি বিভাগের প্রভাষক মো. রাশেদুল মনির, দৈনিক যায় যায় দিন ফেন্ডস ফোরাম’র আহবায়ক মো. মোবারক হোসেন, সরণী কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান সাকি, দৈনিক যায় যায় দিন ফেন্ডস ফোরাম’র যুগ্ন আহবায়ক মো. শাহজাহান মুন্সী, মো. মেহেদি হাসান, সদস্য সচিব মো. ইমাম সামিউন, মো. কাইয়ুম সরকার সবুজ, সহ আরো অনেকে।