শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জননী মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জননী মেডিকেল সেন্টার প্রাইভেট লি.কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের হারুন ভ‚ইয়া মার্কেটের ওই প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার উল্যাহ্, আরএমও ডা. গাজী মাহমুদুল হাসান, চান্দিনা থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) দেলোয়ার হোসেন এর নেতৃত্বাধীন থানা পুলিশ।

আর পড়তে পারেন