মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বিদেশী মদ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০২১
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিদেশী মদ ও গাঁজাসহ মোঃ সজিব প্র: মুসা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার ছোটশালঘর থেকে মোঃ সজিব প্র: মুসার বসত ঘর তল্লাশী করে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মাহবুবুর রহমান খাদিম, এএস মোঃ মশিউর রহমান, এএসআই মোঃ মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় একাধিক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

এই সংক্রান্তে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন