রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দেলোয়ার হোসেন পলাশ বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৭, ২০২২
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ২নং ওয়ার্ড (তিতাস) থেকে সদস্য পদে মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ (তালা প্রতীক) বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ (তালা প্রতীক) পেয়েছেন ৬৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন সিকদার (হাতি প্রতীক) পেয়েছেন ৫২ ভোট। এবং আরিফুর রহমান (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১ভোট। এতে মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ ১২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়।

জানাগেছে, উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১২০ জন ভোটারের মধ্যে ৩জন ভোটার অনুপস্থিত থাকায় মোট ১১৭জন ভোটার ভোট দানে অংশ গ্রহন করেন। সকাল ৯ টা থেকে ইভিএমএ ভোট গ্রহন শুরু হয়ে ২টা পর্যন্ত চলে। কঠিন নিরাপত্তার মাঝে নির্বাচন শান্তি পূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন।

নির্বাচনে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (বিপিএম বার) মো. আবদুল মান্নান, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, ওসি ( তদন্ত) রফিকুল ইসলাম সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষণ ও দায়িত্ব পালন করেন।

আর পড়তে পারেন