দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় ঝরলো ‘সকালের’ প্রাণ!

ইসতিয়াক আহমেদ:
কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় সকাল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেবিদ্বার মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সকাল উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার ছাফর আলীর ছেলে।
জানা যায়, সকাল ও তার ২ বন্ধু মোটরসাইকেলযোগে ভিংলাবাড়ি থেকে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়।
পরে দ্রুতগামী একটি ট্রাক সকালের মাথার ওপরে চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকি দুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম বলেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।