দেবিদ্বারে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীয়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ
মোঃ জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস’র আয়োজনে উপজেলা মাধ্যমিক ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীয়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ শনিবার বিকেল ৬টায় উপজেলার’ জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ড রাজ ইনস্টিটিউশান মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলী’র সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মু, সাইফুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার, ৮নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম এবং উপস্থাপনায় রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মোমেন প্রমূখ। এদিকে প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়েছে।