শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩০, ২০১৭
news-image

 

মো. শাহ আলম, হোমনা ঃ
আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে কুমিল্লার হোমনায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য বলতে হবে।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান- শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আয়েশা সিদ্দিকা।

অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন ডা. সায়মা আহমেদ, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের ও মাওলানা মো. ইব্রাহিম।

আর পড়তে পারেন