রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০২৩
news-image

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে এক যুবকের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই যুবকের নাম মো: পিন্টু (৩০)। সে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবদুল মজিদের ছেলে। তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের জামপুর পূর্বপাড়ার মোস্তফা মিয়ার মুদি দোকানের সামনে গত সোমবার দুপুরে পিন্টু নামের এক যুবক প্রকাশ্যে মাদক (ভারতীয় ফেনসিডিল) সেবন করে। এ সময় অজ্ঞাতনামা অপর এক ব্যক্তি মোবাইলে প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্যটি ভিডিও আকারে ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হলে মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘পৃথিবী তোমার আমার’ নামক একটি আইডি থেকে এ ভিডিওটি ভাইরাল হয়েছে।

কালিকাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও মাদক সেবনের ভিডিওটি দেখতে পেয়েছি। প্রকাশ্যে মাদক সেবনের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমি এর প্রতিকারে প্রশাসনের নিকট জোরদাবি জানাচ্ছি’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, ‘বিষয়টি মাত্রই জেনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওটি দেখে প্রকাশ্যে মাদকসেবনকৃত যুবককে পুলিশ কর্তৃক গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

আর পড়তে পারেন