শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২১, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনাভাইরাসে চাঁদপুরে আরও ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৫১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮৭ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২২ জন, মতলব উত্তরে ১ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজীগঞ্জে ৩ জন, কচুয়ায় ১ জন ও শাহরাস্তিতে ২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭১ জন। বাকী ৫৬১ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭১ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২০ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৬ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫শ’ ১৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫শ’ ৭৪, হাইমচরে ১১৪, মতলব উত্তরে ১১০, মতলব দক্ষিণে ১৬৯, ফরিদগঞ্জে ১৭৫, হাজীগঞ্জে ১৫১, কচুয়ায় ৬৯, ও শাহরাস্তিতে ১৫৭ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৩৯ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৮ টি। এর মধ্যে ৩০টি পজেটিভ ও ৪৮ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৩০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ৯০২ টি। অপেক্ষমান রিপোর্ট ২২৮টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৩০ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫১২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৮ জন। চিকিৎসাধীন ৫৬১ জনের মধ্যে হাসপাতালে ১২ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫৪৩ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৩৩৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮২৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৫১৪ জন।

আর পড়তে পারেন