দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
সকালে কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে ঈদুল আযহার জামাতে অংশ নেন মন্ত্রী।
ঈদের নামাজ শেষে দেশবাসীর মঙ্গল কামনায় মুনাজাতের পর মন্ত্রী মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মোঃ সায়েদুজ্জামান, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্যরা।