নগরীর বালুতুপা এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর বালুতুপা এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ৪ জানুয়ারী দুপুরে নগরীর বালুতুপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ঝাকুনীপাড়া গ্রামের পেয়ার মিয়ার ছেলে মোঃ নাছির হোসেন @বাবু (২৫)।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিসয়টি নিশ্চিত করেছেন।