নগরীর ১৭নং ওয়ার্ড আ’লীগ সেক্রেটারির বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
স্টাফ রিপোর্টার:
অবৈধ গ্যাস ব্যবহার ও বকেয়া আদায় কার্যক্রম চলাকালে বুধবার (৯ আগস্ট) বাখরাবাদ কর্তৃপক্ষ নগরীর মোগলটুলি,পুরাতন চৌধুরীপাড়া,সংরাইশ ও শুভপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ১০ টি অনুমোদনহীন অতিরিক্ত চুলা ও বিল বই ছাড়া ১৩টি সংযোগ বিচ্ছিন্ন করে।
এসময় কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সুজানগর এলাকায় মৌলভী বাড়ির মৃত ফরহাদ মিয়ার ছেলে হানিফ মিয়ার ৬ তলা ভবনে ৩ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ও ৬ লক্ষ ২৮ হাজার টাকা বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান বাখরাবাদ কর্তৃপক্ষ।
একই এলাকায় আম্বর আলী শাহ মাজার সংলগ্ন এসহাক মিয়া ৪ শতক একটি বাড়ি কিনেন গ্যাস সংযোগসহ হানিফ মিয়া থেকে। সেই সংযোগটিও অবৈধ সংযোগ বলে গণ্য হওয়ায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে ও মামলা দায়ের করেন ।
স্থানীয় আরো অনেকে বলেন, যেই সময়ে আমরা বিল পরিশোধ করেও সময় মতো গ্যাস পাইনা, ঠিক সেই সময়ে কিভাবে আওয়ামী লীগ নামধারী হানিফ মিয়া তার ৬ তলা বিল্ডিংয়ে ৩ টি অবৈধ সংযোগ দিয়ে ভাড়া খায়।
আমরা কুমিল্লা বাখরাবাদ কর্তৃপক্ষের নিকট আবেদন করছি এমন প্রতারণার জন্য যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয়।