সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন অভিনেতা আল্লু অর্জুন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০২৫
news-image

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন অভিনেতা আল্লু অর্জুন

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সব দুঃখ-কষ্ট দূরে রেখে এবং সাফল্যকে পুঁজি করে তিনি নতুন রূপে আবির্ভূত হচ্ছেন।

পুরনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকেই বিভিন্নভাবে করেন। কিন্তু বিগত বছরে যেসব অভাব পূর্ণ করা যায়নি, তা নতুন বছরে পূরণ করার চেষ্টা থাকে। নতুন বছরে নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। যদিও খুব কম সংখ্যক মানুষ সেই সমস্ত পরিকল্পনা সফলভাবে পূর্ণ করতে পারেন। বেশিরভাগই তাদের প্রতিজ্ঞা পরবর্তী বছরের জন্য মেনে চলার প্রতিশ্রুতি রাখেন। আল্লু অর্জুনও ডিসেম্বরের শুরুতে এমনই একটি প্রতিজ্ঞা করেছিলেন, ‘পুষ্পা ২’ মুক্তির পর।

কী ছিল সেই প্রতিজ্ঞা? পর্দার ‘পুষ্পা’ অভিনেতা বলেছিলেন—ছবির কারণে তার মুখে যে দাড়িগোঁফের জঙ্গল ছিল, তা তার কন্যা আরহার একদমই পছন্দ ছিল না। আরহা বাবার কাছ থেকে দূরে থাকত, কারণ সে তার দাড়িগোঁফ পছন্দ করত না। এই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির পর থেকে তার দাড়িগোঁফ পরিষ্কার করে ফেলবেন। তিনি বলেছিলেন, “এবার এগুলো কেটে ফেলতে হবে, নইলে মেয়ে কাছে আসছে না।” বছর শেষে, তিনি তার দেওয়া কথা রাখছেন এবং পাঁচ বছর ধরে যত্নে রাখা দাড়িগোঁফ কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনায় ব্যস্ত নেটিজেনরা।

আর পড়তে পারেন