নবীনগরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৪র্থ বার্ষিকী সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৪র্থ বার্ষিকী সম্মেলন শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন ভবন) অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার সন্তান আব্বাস উদ্দিন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ।
বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ হাসান, বীর মুক্তিযোদ্ধা একেএম জসীম উদ্দিন, তাজুল ইসলাম, সাবেক কমান্ডার সামছুল আলম শাহন, ডা.একেএম আজাদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল হাসান জেমস্্।
পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম তাজুল ইসলামের সন্তান আব্বাস উদ্দিন হেলালকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জসীম উদ্দিন আহম্মেদ চেয়ারম্যানের সন্তান নাজমুল হাসান জেমস্্ কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বক্তারা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের জোর দাবী জানান।