রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৮
news-image

মো.দেলোয়ার হোসেন, নবীনগর:
শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১১৬ টি পূজা মন্ডপের পরিচালনাকারীদের হাতে সরকারি অনুদান প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল উনার ব্যক্তিগত তহবিল হতে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ৫  হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারন সম্পাদক সঞ্জয় সাহা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফয়জুর রহমান বাদল বলেন, প্রতিটি পূজা মন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনকে আহবান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, ওসি আসলাম সিকদার, ওসি তদন্ত রাজু আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, পল্লী বিদ্যুৎ নবীনগর জোনাল অফিসের ডিজিএম নীল মাদব বণিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি অনন্ত ভদ্র, এড. সুজিত কুমার দেব, জহির উদ্দিন সাহন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন