নবীনগরে স্বপ্নের আত্মপ্রকাশ

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার প্রত্যায় নিয়ে “ছোট কাজকে বড় গুরুত্ব দিয়ে করাই আমাদের কাজ” এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী প্রতিষ্ঠার লক্ষে ‘স্বপ্ন’ (সবুজ ও পরিচ্ছন্ন নবীনগর) নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। মঙ্গলবার রাতে সমবায় সুপার মার্কেট তৃতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি ডাঃ সায়েমুল হুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, সমাজসেবা কর্মকর্তা সিফাত বিন সাদেক, অফিসার ইনচার্জ আসলাম সিকদার, সাংবাদিক আসাদুজ্জামান কল্লোল, খান জাহান আলী চৌধুরী, সাংস্কৃতিক কর্মী জাকির হোসেন, রবিন সাইফ প্রমুখ।