শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগর উপজেলা প্রেসক্লাবে ইউ.এন.ও’র বিদায় ও বরণ অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৪, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবে সোমবার উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী’র বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুম ও সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ানকে বরণ করা হয়। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ, ইব্রাহিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, অত্র ক্লাবের সেক্রেটারী রেজাউল করিম বাবুল সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

সভার শুরুতে নবাগত ইউএনও মোহাম্মদ মাসুম ও এসিল্যান্ড জেপি দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। ইউএনও সালেহীন তানভীর গাজী পদন্নোতি পেয়ে সমাজ কল্যান মন্ত্রণালয়ে অধিন্যস্ত হওয়ায় বিদায়ী ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

নবাগত ইউএনও মোহাম্মদ মাসুম ও এসিল্যান্ড জেপি দেওয়ান বলেন, ইউএনও সালেহীন তানভীর গাজী স্যারের দিক নির্দেশনায় একটি টিম ওয়ার্কের মাধ্যমে সরকারের নির্দেশনা মোতাবেক নবীনগরে সকল কাজ বাস্তবায়নে সচেষ্ট থাকার চেষ্টা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আর পড়তে পারেন