নবীনদের নিয়ে গুচ্ছ ছড়া
আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০২৩

সাইদুল হাসান:
স্বপ্ন আমায় আঁকড়ে ধরে
জয়ী হয়ে বাঁচতে
দুঃখ যাতন দূরে ঠেলে
বীরের বেশে হাসতে।
নব পুষ্পে ভরে গেছে আজ
সুরভিত ছোট্ট কানন
সত্যের পথে রথী হবো আমি
অন্তরে করেছি তা পণ।
স্বাগত! স্বাগত! স্বাগত!
হে নব কুসুমের দল
জ্ঞানের রোয়াকে দৃঢ় থেকো
অন্তরে রেখ সাহস বল।
বসন্ত যেনো এসেছে মৃদু বায়ু
রঙিন আমেজের বেশে
ফুলে ফুলে বরিয়া নিলাম যে
পুষ্পের মতোই হেসে।
লেখক: সাইদুল হাসান
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।