শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তিনি প্রাণের- সুজন সাজু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৮
news-image
লাল গোলাপের মাঝে দেখি একটি হাসি মুখ,
হাসিটা বুকে আলোড়ন তোলে অন্য রকম সুখ।
সুখ হাসিতে হৃদয় কোণে,
সাহস জোগায় নিত্য ভীষণ
স্বপ্ন রঙিন বীজ বোনে।
দোলে দোলে খেলছে দারুণ হাওয়ার সাথে মিলিয়ে,
হাসি মাখা ফুলের ছবি রাখছি বুকে সিলিয়ে।
রঙিন পাতা সবুজ ডালে কুটুম তোলে সুর,
সুরের মোহ দেয় জাগিয়ে তাড়ায় ব্যথা দূর।
কান পাতিয়া যতই শুনি,
ইচ্ছে করে সোহাগে জড়াই
জ্ঞানের সুরে হই গুণী।
মায়ার টানে স্নিগ্ধ সজীব অনন্য শোভা ঝরে,
সেই কুটুমের সুরটা আমি শুনব জীবন ভরে।
নদীর কোলে ঢেউয়ে নাচে উথাল পাথাল রোজ,
জানতে গিয়ে নাচের কারণ, পেলাম নতুন খোঁজ।
ঢেউয়ে বলে আছে তারই,
মুক্ত স্বাধীন আলোর নূপুর
তাই খুশিতে নাচতে পারি।
খুশির মানে স্বদেশ ভূমি যেই দিয়েছে গড়ি,
তিনি প্রাণের মুজিব পিতা শ্রদ্ধায় রাখি ভরি।

আর পড়তে পারেন