শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: মুগ্ধতার ছড়াছড়ি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০২২
news-image

রেজাউল করিম(সাকিব):

ডেকে যায় পাখি, হরেক সুরের মিতালি
চিকচিক করে বালি, চড়ই পাখির ছুটাছুটি

উকি দিয়ে শিস দেয় টুনটুনি
ছোট গাছে তার ছোট বাসাটি

পাতায় পাতায় উড়ে বেড়ায় প্রজাপতি
কত রঙে ছুটাছুটি
শ্যামা পাখির ডাকাডাকি
পুবাল বাতাসে পাখিদের লুকোচুরি
মাছরাঙা, বক, পানকৌড়ি মাছ শিকারি
তাল গাছের ঢালে বাবুই পাখিদের বাসা গুলি
কতই না সুন্দর বাবুই পাখির ঝুলন্ত বাসাটি
ইগলের নীল আকাশে ঘুরাঘুরি

সোনালী রোদে ফড়িংঙের উড়াউড়ি
আকাশে সাদা মেঘের হাসি
ঘুঘু, দয়েল, হলুদ পাখি
ময়না, শালিক,টিয়া মুগ্ধ সুরে ডাকাডাকি
ফসলের মাঠে দাড়িয়ে আছে কাকতাড়ুয়াটি

পুকুর পানিতে মাছের লাফালাফি
গ্রামের রূপে খুব সকালে জাগে পাখি
সারাদিন তাদের মিষ্টি মাখা সুরের মিতালি
রাতে নীড়ে ঘুমায় পাখি
আকাশে তারার মিটিমিটি
জোনাক পোকা হলুদ আলোয় উড়াউড়ি
গ্রামে মুগ্ধ আলো মুগ্ধ রূপে মুগ্ধ সুরের ছড়াছড়ি।

আর পড়তে পারেন